Breaking News
Loading...

Saturday, August 16, 2014

Paidverts এ কিভাবে এড কিনবেন (How to buy ads from paidverts)

আশা করি সবাই ভালো আছেন।শুরু করা যাক আজকের টিউটোরিয়াল।আজকের বিষয় PAIDVERTS এ এড কেনা।
প্রথমে YOUR NAVIGATION থেকে Buy Adds এ ক্লিক করুন




এবার Create campaign এ ক্লিক করুন



এবারের পেইজে আগে যদি এড কিনে থাকেন তাহলে সেটা  Re-use campaign: থেকে আবার ব্যবহার করতে পারেন
আর আপনি যদি প্রথমবারের মত এড কেনেন তাহলে Enter the website URL you'd like to promote: এই ঘরে আপনার যেকোন সাইটের লিংক দেন ( আপনার পিটিসি সাইটের রেফারেল লিংক দিতে পারেন বা আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন,ইচ্ছা করলে আপনার ফেসবুকের লিংক ও দিতে পারেন) । এরপর Varify এ ক্লিক করবেন নতুন উইনডোতে আপনার লিংক ওপেন হবে ৩০ সেকেন্ড অপেক্ষা করেন লিংক ঠিক থাকলে Confirm লেখা উঠবে সেখানে ক্লিক করেন।




এবার দেখেন যেখানে Verify লেখা ছিল সেখানে টিক চিহ্ন আসবে।
এবার পরের ধাপ, 2 এবং 3 নাম্বারে আপনি দুইটা পিকচার দেয়ার সুযোগ পাবেন, ২ নাম্বার টার সাইজ হবে  ১২৫*১২৫ আর ৩ নাম্বার টার সাইজ হবে ৭২৮*৯০ । আপনার যদি এই সাইজের ছবি না থাকে তাহলে আপনি ইচ্ছা করলে ছবি নাও দিতে পারেন সেক্ষেত্রে আপনি Opt Out এ ক্লিক করবেন।এই Opt out এ ক্লিক করলে আপনাকে কোন ছবি দিতে হবেনা।
এবার ৪ নাম্বার ধাপ, এখানে আপনি  ৩ টা  খালি ঘর পাবেন, ঘরগুলোতে আপনি আপনার সাইট সম্পর্কে কিছু লিখতে পারেন, এছারা আপনার যা ইচ্ছা লিখতে পারেন





5 নাম্বার ধাপ,এটা গুরুত্বপুর্ন কাজ।এখানে আপনাকে দেখাতে হবে আপনি কোথায় থেকে টাকা দিবেন এড কেনার জন্য, আপনি ইচ্ছা করলে আপনার পেপাল,পাইজা বা অন্য মাধ্যম থেকে পে করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিছু চার্জও দিতে হবে যা উল্লেখ করাআছে,আর আপনার Paidverts একাউন্টে যদি ডলার থাকে তাহলে আপনি সেখান থেকেও পে করতে পারেন,এক্ষেত্রে আপনাকে কোন চার্জ দিতে হবেনা, Paidverts একাউন্ট থেকে পে করার জন্য চিত্রের সবার নিচের অপশন টি সিলেক্ট করুন



সবার শেষের ধাপ, ৬ নাম্বারে আপনাকে দেখাতে হবে আপনি কয়টি প্যাক কিনবেন,সেই সাথে কয় প্যাক কিনলে আপনি টার সাথে কি কি পাবেন তাও পাশে দেখিয়ে দিবে, আপনি যদি ১$ ইনভেস্ট করতে চান তাহলে 1 সিলেক্ট করেন



এবার শেষ করার পালা, নিচের চিত্রের Purchase ads এ ক্লিক করলেই আপনার এড কেনা সফল হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
যেকোন সমস্যায় আমরা আছি আমাদের ফেসবুক গ্রুপে INTERNET IS MONEY
সকল ভালো পিটিসি সাইটের লিস্ট রয়েছে এখানে
http://ptctutorialall.blogspot.com/2014/08/worlds-best-100-trusted-ptc-site-list.html







Related Post:

  • 2Blogger Comment
  • Facebook Comment

2 Comments