Breaking News
Loading...

Thursday, July 30, 2015

AD FILTER এর পুর্নাজ্ঞ ধারনা

আসসালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
আজকের বিষয় Paidverts  এর Ad filter. আমি যা দেখলাম তাতে পেইডভার্টসে অনেক দিন কাজ করার পরও অনেকের এই বিষয়ে ধারনা clear না।

Share Up To 110 % - 10% Affiliate Program


AD FILTER কী : ad filter হল ১ টা ফিল্টার বা ছাঁকনি যা দিয়ে আপনি ঠিক  করবেন যে আপনি সবচেয়ে কত কম ভাল্যুর এড দেখবেন। মনে করেন আপনি ১$ বা তার চেয়ে ছোট মানের কোন এড দেখবেন না , তাহলে আপনি আপনার ফিল্টার টা ১$ এ সেট করে দিবেন। এখন আপনার একাউন্টে শুধু ১$ + ভাল্যুর এড ই আসবে এর চেয়ে ছোট কোন এড আপনি পাবেন না।

AD FILTER এর সুবিধা : 

              ১। আপনার হাতে যদি সময় কম থাকে বা আপনি যদি ছোট এড গুলো দেখতে না চান তাহলে আপনি ad filter কিনতে পারেন। এর মাধ্যমে আপনি যদি ছোট এড দেখতে না পারার কারনে আপনার যে BAP গুলো কেটে যায় তা বাচাতে পারবেন।

             ২। এর আরও ১ টা বড় সুবিধা হল আপনি যদি সামনের ৩-৪ দিন কাজ করতে না পারেন তাহলে বেশি মানে ফিল্টার সেট করে দিতে পারবেন , তাই আপনি আবার কাজে ফেরার আগ পর্যন্ত আপনার  একাউন্টে বেশি এড আসবেনা BAP ও কাটবে না। 
             ৩। আরেকটি সুবিধা হল যখন আপনার হাতে সময় থাকবে তখন আপনি ফিল্টারের মান কমিয়ে দিতে পারবেন এতে আপনি ছোট ছোট অনেক এড পাবেন, আবার যখন আপনার হাতে সময় কম থাকবে তখন ফিল্টারের মান বাড়িয়ে দিবেন এতে আপনি শুধু বড় এডগুলোই পাবেন ।

            ৪। ফিল্টারের মেয়াদ আজীবন মানে UNLIMITED !
            ৫। ১ বার কিনলেই ইচ্ছা মত কমানো-বাড়ানো যায়  

PaidVerts


AD FILTER এর অসুবিধা : 
         ১। এটা আপনাকে ১০$ দিয়ে কিনতে হবে, যার বিনিময়ে আপনি ফিল্টার ছাড়া আর কিছুই পাবেন না ( যেমন BAP বা এড )

         ২।আপনার জন্য যে ছোট এডগুলো বরাদ্দ ছিলো আপনি যদি তার চেয়ে বেশি মানে ফিলটার করেন তাহলে সেই ছোট এড গুলো পাবেন না, শুধু বড় গুলোই পাবেন তাই ছোট থেকে যে আয় আসত তা হবেনা। 

        ৩। নির্দিষ্ট পরিমান BAP না থাকলে আপনি বেশি মানে ফিল্টার করতে পারবেন না। নিচের চিত্রে দেখুন
                                        
          এতে বোঝাচ্ছে ০.০১$ এ ফিল্টার করতে হলে আপনার ৫০,০০০ BAP থাকতে হবে

 AD FILTER কিভাবে কিনবেন :  
       ১। প্রথমে my  account থেকে ad filter এ যান 
                                           
 
      
২। এবার Ad Filter এ ক্লিক করলে নিচের মত পাবেন, ১ম বক্সে আপনি কত $ এ ফিল্টার করতে চান তা দিয়ে chang এ ক্লিক করেন, ব্যাস কাজ শেষ।
                           
  আশা করি বুঝতে পেরেছেন।এরপরেও সমস্যা থাকলে কমেন্ট করতে বা আমি আছি এখানে আর আমাদের ফেসবুক গ্রুপে যেকোন সমস্যার সমাধান পাবেন INTERNET IS MONEY

        এবার আমার Filter history টা দেখে নেন, আমি 0.004 এ ফিল্টার করেছি তার মানে আমি 0.005$ বা তার চেয়ে বড় এড গুলোই শুধু দেখি 
                                                   
 
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন, সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আমার এই  পোস্ট গুলোও পড়তে পারেন

সবচেয়ে ভালো পিটিসি সাইটের লিস্ট 

TRAFFIC MONSOON এ একাউন্ট খুলবেন কিভাবে 
 

Related Post:

  • 3Blogger Comment
  • Facebook Comment

3 Comments